মহামারী করোনা মোকাবিলায় নিজেদের একদিনের বেতন যৌথভাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন সেচ দপ্তরের কর্মচারী ও আধিকারিকরা মালদায়।

নতুন গতি নিউজডেস্ক: মহামারী করোনা মোকাবিলায় নিজেদের একদিনের বেতন যৌথভাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন সেচ দপ্তরের কর্মচারী ও আধিকারিকরা।বুধবার দুপুরে সেচ দপ্তরের কর্মচারীরা জেলা শাসকের হাতে এই টাকা প্রদান করেছেন । দপ্তরের প্রায় দেড় শতাধিক কর্মচারীদের কাছ থেকে তোলা এক লক্ষ 52 হাজার টাকার চেক জেলা শাসকের হাতে তুলে দেয়া হয়েছে। এদিন মূলত মহানন্দা এম্বকমেন্ট ডিভিশনের নির্বাহী বাস্তুকার বদিরুদ্দিন শেখের নেতৃত্বে শেষ দপ্তরের কর্মচারীরা জেলা অফিস ছুটে আসে। সেখানে একটি প্রতিনিধি দল চেক প্রদান করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নির্বাহী বাদিরুদ্দিন আহমেদ সহ সেচ দপ্তরের কর্মী মোনালিসা মৌলিক মাধব পোদ্দার, স্বপন মিশ্র ,প্রণব দাস ,বিপ্লব চৌধুরী সহ অনেকেই।
এছাড়াও সেচ দপ্তরের কর্মচারীরা এদিন জেলাশাসককে প্রতিশ্রুতি দিয়েছেন অতিশীঘ্রই তারা জেলার রক্ত সংকট মেটাতে একটি রক্তদান শিবিরের আয়োজন করবে ‌