|
---|
মালদা: ১লা জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় ডা: বিধান চন্দ্র রায়ের জন্মদিন ও ডক্টরস্ ডে উপলক্ষে, মহানন্দা পল্লী রবীন্দ্র স্মৃতি সংঘের উদ্যোগে, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, ডা: বিধানচন্দ্র রোড মহানন্দ পল্লী ঝলঝলিয়া ক্লাব প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ২ জন মহিলা সহ ৩১ জন রক্তবন্ধু রক্তদান করেন। রক্তদাতা উদ্বুদ্ধকরণে বক্তব্য রাখেন ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন কাউন্সিলার নরেন্দ্রনাথ তেওয়ারি , মহানন্দা পল্লী রবীন্দ্র স্মৃতি সংঘের সম্পাদক সাগর পাল , ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা , মালদা ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি , সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার রক্তদান আন্দোলনের কর্মী সুরজিৎ মন্ডল , বিশিষ্ট সমাজসেবী গৌতম দাস প্রমূখ।