“শিক্ষার বেসরকারিকরণের খবর ভুয়ো”: ব্রাত্য বসু

নতুন গতি নিউজ ডেস্ক: রাজ্যে শিক্ষার বেসরকারিকরণ হতে চলেছে বলে যে খবর প্রকাশিত হয়েছিল তা সম্পূর্ণ অস্বীকার করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, এব্যাপারে পুলিশে অভিযোগ দায়ের করব কি না ভাবছি।

    সম্প্রতি রাজ্যের শিক্ষা দফতর সূত্রে জানা যায়, স্কুল শিক্ষায় PPP মডেল চালু করতে চায় সরকার। পরিকল্পনা অনুসারে সরকারি পরিকাঠামো ব্যবহার করে বেসরকারি সংস্থা স্কুল চালাতে পারবে। পরিকাঠামো নির্মাণে বিনিয়োগ করতে হবে সেই সংস্থাকেই। তবে শিক্ষক ও শিক্ষাকর্মী নেওয়ার অধিকার দেওয়া হবে তাদের। সঙ্গে কোন বোর্ডের অধীনে স্কুল পরিচালিত হবে তাও ঠিক করতে পারবে তারা। এই সংক্রান্ত খসড়া প্রস্তাব তৈরি হয়ে গিয়েছে বলে জানা যায়। তা শুধুমাত্র রাজ্য মন্ত্রিসভায় পাশ হওয়ার অপেক্ষা।

    শনিবার এই নিয়ে প্রশ্ন করলে শিক্ষামন্ত্রী বলেন, ‘কে এসব PPP মডেলের কথা ছড়াচ্ছে জানি না। আমার দফতরে এই ধরণের কোনও সিদ্ধান্ত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কোনও আলোচনা হয়নি। তিন দিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এটা কারা ছড়াচ্ছে দেখতে হবে। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। ভুয়ো খবর ছড়ানোর জন্য পুলিশে অভিযোগ করব কি না ভাবছি।’

    বলে রাখি, শিক্ষার বেসরকারিকরণের প্রতিবাদে শনিবার কলকাতার গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল করে SFI.