|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : বিজেপি ছাড়লেন অভিনেতা শ্রাবন্তী। আর তারপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শ্রাবন্তী এবং কৈলাস বিজয়বর্গীয়কে তোপ দাগলেন বিজেপি নেতা তথাগত রায়। উল্লেখ্য, এর আগেও তথাগত রায়ের তোপের মুখে পড়েছিলেন শ্রাবন্তী। কৈলাসকেও ধারাবাহিক ভাবে আক্রমণ শানিয়ে গিয়েছেন তথাগত রায়। এই আবহে আজ শ্রাবন্তী দল ছাড়তেই এক বিজেপি সমর্থকের পোস্ট রিটুইট করে সেখানে কৈলাসকে তোপ দাগেন তথাগত।
টুইটে তথাগত লেখেন, ‘আমাদের এক পুরোনো কর্মী দিনদুয়েক আগে লিখেছিলেন, উনি জয়নগরে সভা পরিচালনা করছিলেন। কৈলাস বিজয়বর্গীয় শ্রাবন্তী সম্বন্ধে বলছিলেন, ওর মুখ দিয়ে প্রায় লালা ঝরছিল। এই সব নেতার হাতে বিজেপির প্রার্থী চয়নের ভার ছিল। এর পরে পশ্চিমবঙ্গে বিজেপির যে এই অবস্থা হবে এ আর বিচিত্র কি?’
উল্লেখ্য, চলতি বছরের মার্চে রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন টলি অভিনেত্রী। সেই সময় তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিক ভাবে পদ্ম শিবিরে যোগ দেন এই নায়িকা। আর আজ দল ছাড়ার ঘোষণা করে শ্রাবন্তী টুইটে লেখেন, ‘বিজেপির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। কারণ বাংলার স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের উদ্যোগ এবং আন্তরিকতার অভাব…’
এদিকে বিজেপিতে থাকাকালীনও তথাগত রায়ের আক্রমণের শিকার হয়েছিলেন শ্রাবন্তী। শ্রাবন্তী সহ বিজেপিতে যোগ দেওয়া তারকাদের ‘নগরের নটি’ কটাক্ষ করে কৈলাস, দিলীপ, অরবিন্দ মেনন, শিবপ্রকাশদের তোপ দেগেছিলেন তথাগত রায়। অভিযোগ করেছিলেন, ‘নগরের নটিরা টাকা নিয়ে কেলি করেছে।’ বেহালা পশ্চিমের পরাজিত বিজেপি প্রার্থী তথা টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্টকে নিয়েও প্রশ্ন তুলেছিলেন তথাগত রায়