|
---|
সেখ মহম্মদ ইমরান, খড়গপুর:
শনিবার খড়্গপুর শহরের প্রেমবাজার ও ইন্দায় লকডাউনের বিধি মেনে “আম্ফান” পরবর্তী পরিস্থিতিতে পোষ্টারের মাধ্যমে ও মাইক বিহীন ভাবে শ্লোগান তুলে নানা দাবি জানিয়ে প্রতিবাদে সোচ্চার হলো সি পি আই এম।
দাবি করা হয় অবিলম্বে আম্ফান পরবর্তী ক্ষয়ক্ষতিকে কেন্দ্রীয় সরকার কর্তৃক “জাতীয় বিপর্যয়” বলে ঘোষণা করতে হবে, আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ী পুনর্নির্মান সহ অন্যান্য সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকারকে জরুরী ভিত্তিতে অর্থ সাহায্য করতে হবে, অবিলম্বে ঝড়ে বিধ্বস্ত এলাকায় অবিলম্বে কেন্দ্রীয় সমীক্ষক দল পাঠাতে হবে, ত্রাণকার্য্যে যাতে কোন রকম দলবাজী না হয় সে বিষয়ে রাজ্য প্রশাসনকে সর্তক থাকতে হবে ।
এদিনের কর্মসূচিতে বিজয় পাল,সবুজ ঘোড়াই,স্মৃতিকণা দেবনাথ,অমিতাভ দাস প্রমুখ সিপিআইএম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন