দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে বিশ্বে প্রথম স্থানে ভারত

নতুন গতি নিউজ ডেস্ক: ভারতে রেকর্ড গতিতে ছুটছে করোনা। ভারতের কাছে ক্রমেই পিছিয়ে পড়ছে আমেরিকা এবং ব্রাজিল। প্রথমবার একদিনে করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে বিশ্বে প্রথম স্থানে ভারত।

    করোনা সংক্রমণের নিরিখে বিশ্বে প্রথম তিনটি দেশ আমেরিকা, ব্রাজিল ও ও ভারত। কিন্তু, গত কয়েকদিনে আমেরিকা ও ব্রাজিল বারবার পিছিয়ে পড়ছে ভারতের কাছে!গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬২২জন। ব্রাজিলে ১৭ হাজার ৯৮৮ জন। সেখানে সবার ওপরে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৫০ জন।

    আর শুধু দৈনিক সংক্রমণই নয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর নিরিখেও বিশ্বে সবার ওপরে ভারত! গত ২৪ ঘণ্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ৫৬৮ জনের, ব্রাজিলে ৫৭২ জনের। সেখানে বিশ্বে প্রথম ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮০৩ জনের!

    ভারতে করোনার গতি যে কী ভয়ঙ্কর তার প্রমাণ হল, শুধু গত এক সপ্তায় দেশে সাড়ে পাঁচ হাজারেও বেশি মৃত্যু হয়েছে। গত ৬ দিন ধরে ভারতে দৈনিক ৫০ হাজারেও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন!বর্তমানে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৫৫ হাজার ৭৪৫ জন। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ২৭ লক্ষ ৫০ হাজার ও প্রথম স্থানে থাকা আমেরিকাতে ৪৭ লক্ষ ১৩ হাজার।ভারতে করোনায় মৃতের সংখ্যা ৩৯ হাজার ছুঁইছুঁই।

    করোনায় মৃত্যুর নিরিখে বিশ্বে এই মুহূর্তে পঞ্চম স্থানে ভারত।তবে, এরমধ্য়ে ভাল খবরও রয়েছে। ভারতে একদিনে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৩০৬ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৪০ হাজার ৫৭৪। দেশে মোট সুস্থ ১২ লক্ষ ৩০ হাজার ৫০৯। অর্থাৎ দেশে মোট আক্রান্তের প্রায় ৬৬ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন।  মৃতের হার কমে হয়েছে ২.১১ শতাংশ।

    এরই মধ্যে ভারতে দৈনিক নমুনা পরীক্ষায় নতুন রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬ লক্ষ ৬১ হাজার ৭১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।গতকাল পর্যন্ত গোটা দেশে নমুনা পরীক্ষা হয়েছে মোট ২ কোটি ৮ লক্ষ ৬৪ হাজার ২০৬টি।

    দক্ষিণের রাজ্যগুলিতে চড়া সংক্রমণের হার উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের নিরিখে দেশে এখনও প্রথম স্থানে মহারাষ্ট্র। দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ। তৃতীয় স্থানে তামিলনাড়ু। চতুর্থস্থানে কর্ণাটক। পঞ্চম স্থানে উত্তরপ্রদেশ।দেশে করোনায় মোট মৃত্যুর নিরিখে এখনও প্রথম স্থানে মহারাষ্ট্র।

    দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। তৃতীয় স্থানে দিল্লি। চতুর্থ স্থানে কর্ণাটক। পঞ্চম স্থানে উত্তরপ্রদেশ।করোনা আক্রান্ত কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন কংগ্রেসের বিরোধী দলনেতা।