বাঁকুড়া জেলা সংখ্যালঘু সেলের ঈদ সামগ্রী ও পোশাক বিতারণ।

আর এ মণ্ডল (ইন্দাস, বাঁকুড়া ) : পবিত্র রমজানের শেষ হতে মাত্র একদিন বাকি। সেই ঈদের খুশি সবার মাঝে ভাগ করে দিতে,বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যা লঘু সেলের পক্ষে আজ ২৪ মে জেলার সংখ্যালঘু সেলের সভাপতি সেখ আজফার হোসেন কর্তৃক বিতরণ করা হয় ঈদ সামগ্রী ও পোশাক।মূলতঃ জেলার শহীদ পরিবারগুলির মধ্যেই ঈদ উপলক্ষ্যে আজফার সাহেব লক ডাউনকে লক্ষ্য রেখে সামাজিক দূরত্বটাকে মেনেই খাদ্য সামগ্রী ও পোশাক তাদের হাতে তুলে দেন। এ ছাড়াও ইন্দাস ও সোনামুখী বিধান সভার শতাধিক দরিদ্র পরিবারের মধ্যেও খাদ দ্রব্য বিতরণ করা হয়,জানালেন সেখ আজফার হোসেন (পান্না)। করোনা ভাইরাস প্রতিরোধে অধিক সচেতন হওয়ার জন্যও বলেন যে,তারা যেন মাস্ক ব্যবহার করে,সোস্যাল ডিসটেন্স বজায় রেখে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়।এমনকি ঈদের বাজার না করার ও পরামর্শ দেন।

    অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত থেকে সাহায্য করেন কোষাধ্যক্ষ সেখ আব্দুল হালিম এবং জহর মিদ্যা, তুষারকান্তি মজুমদার,মণ্টু খান ও কচি সাহেব প্রমুখ।ঈদের পূর্বে এই সাহায্য দরিদ্রদের মধ্যে দিতে পেরে আজফার হোসেন নিজেদের ধন্য মনে করেন, বলে জানিয়েছেন।