|
---|
দেবাশিষ পাল, মালদা: শনিবার সন্ধ্যায় মালদা মেডিকেল কলেজ হসপিটালে নিরাপত্তা কর্মীদের সাথে হাতাহাতি ও সংঘর্ষ হয়। জানা যায় হসপিটালের মাতৃমা বিভাগে এক ব্যক্তি তার আত্মীয় আট মাসের শিশু ভরতি থাকে তাকে দেখতে যায়। মাতৃমা বিভাগের রোগী দেখার সময়ে পার হয়ে যায়। সকলের সাথে রোগীর আত্মীয়দের ওয়ার্ড থেকে বের করতে গিয়ে সংঘর্ষ, আক্রান্ত হল তিন নিরাপত্তা কর্মী। গুরুতর আহত আবস্থায় একজন নিরাপত্তা কর্মী বর্তমানে চিকিৎসা চলছে । বাকি দুই জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিকাশ পাল। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা বাজার কাছে। অভীযুক্তকে আটক করেছে পুলিশ। নিরাপত্তা রক্ষীদের অভিযোগ, মাতৃমা বিভাগে বিকাশ পালের আট মাসের শিশু ভরতি রয়েছে ভিজিটিং পরেও তিনি বিভাগের ভেতরেই ছিল। নিয়ম মত নিরাপত্তা কর্মীরা বিকাশ পালকে বাইরে যেতে বলে।
এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ বিবাদের সময় নিরাপত্তা কর্মীর উপর হামলা চালায়। পরে অন্যান্য নিরাপত্তা কর্মীরা ছুটে গিয়ে তিনজনকে উদ্ধার করে। ইংরেজবাজার থানার পুলিশ অভীযুক্তকে আটক করে তদন্ত চালাচ্ছে।