|
---|
নতুন গতি নিউজডেস্ক কামরুজ্জামান, জগৎবল্লভপুর: হাওড়া জেলা স্পোর্টস এ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং জগৎবল্লভপুর থানা স্পোর্টস এ্যাসোসিয়েশনের সহযোগীতায় হাওড়া জেলা আন্ত:থানা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হল জগৎবল্লভপুর থানার কোহিনুর ফুটবল মাঠে। ফাইনালে বাগনান থানা স্পোর্টস এ্যাসোসিয়েশন ৩-১ গোলের ব্যবধানে উদয়নারায়নপুর থানা স্পোর্টস এ্যাসোসিয়েশনকে পরাজিত করে হাওড়া জেলা আন্ত:থানা ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে অতিথি হিসাবে উপস্থিত ছিল আই এফ এ-র সহ সভাপতি তথা হাওড়া জেলা স্পোর্টস এ্যাসোসিয়েশনের কার্যকারী সভাপতি মাননীয় শ্যামল মিত্র, ফুটবল সম্পাদক শ্রী রঘু নন্দী, তনুজ দাস, বিশিষ্ট ফুটবলার শ্রী বলাই দে, জগৎবল্লভপুরের বিধায়ক আব্দুল গনি, জগৎবল্লভপুর থানা স্পোর্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমরনাথ ঘোষ, কার্যকারী সভাপতি সৈয়দ মঞ্জুরুল হক, সহ সভাপতি সমর হাজরা, সেখ মহিদ, সম্পাদক সেখ ইদ্রিস, সেখ মাসুদ, কামরুজ জামাল, সমাজসেবী বিকাশ ঘোষ, মানস মান্না, গোপীকান্ত মেথুর, শঙ্কর কুন্ডু, সেখ সমির উদ্দিন প্রমুখ।