|
---|
নতুন গতি নিউজডেস্ক ,মোথাবাড়ি: প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা নগরিয়া উচ্চতম বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হলো রবিবার। সেবাশ্রম অ্যাথলেটিক্স কোচিং সেন্টারের পরিচালনায় বিরাট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনের খেলাই প্রতিযোগি দল জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন।
এই খেলার উদ্যোক্তা পুলক কুমার ঝা ও ডাঃ এস. ব্যানার্জি এবং সঞ্চালকের ভুমিকা পালন করেন বাবলু মন্ডল। এই খেলায় ফাইনালে যায় মুবারক পুর ক্লাব ও সেবাশ্রম কমিটির টিম। উক্ত খেলার চাম্পিওন হয় সেবাশ্রম অ্যাথলেটিক্স কোচিং সেন্টার।
বাবলু মন্ডল জানান, এই খেলা ১৯৯০ সাল থেকে শান্তিপূর্ণ ভাবে চলে আসছে আগামীতেও এইভাবেই চলবে আমাদের প্রদর্শনী প্রতিযোগিতা। এই খেলায় প্রচুর পরিমান দর্শক এলাকার বিভিন্ন গ্রাম গঞ্জ থেকে প্রদর্শন এবং আনন্দ উপভোগ করতে আসেন। এদিনের খেলাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ব্যানার্জি, ডক্টর পীযুষ কান্তি সাহা, এস.আলম, এস.সেন, বিশ্বজিৎ মন্ডল, শুভেন্দু চৌধুরী।