বীরভূমের রাজনগরে উদ্ধার হল আট ফুট লম্বা ময়াল

খান আরশাদ, রাজনগর: বীরভূমের রাজনগরে প্রায় আট ফুট লম্বা একটি ময়াল সাপ উদ্ধার করলেন বনকর্মীরা। রাজনগরের গাংমুড়ি- জয়পুর পঞ্চায়েতের বাগদী পাড়া ও আসনা জঙ্গলের কাছে একটি ধান ক্ষেতের মধ্যে প্রায় আট ফুট লম্বা একটি ময়াল সাপ দেখতে পান স্থানীয়রা। সাপটি দেখতে লোকজন সেখানে ভীড় করতে থাকে। ভয় পেয়ে পাশের একটি খেজুর গাছের ওপরে ওই ময়াল সাপটি উঠে পড়ে। স্থানীয় লোকজন খবর দেন রাজনগর রেঞ্জের বনকর্মীদের। ঘটনাস্থলে এসে উপস্থিত হন বনকর্মী আনন্দ গোপ, সেখ আমিরউদ্দিন, সনাতন মাহাতো ও রামপ্রসাদ মন্ডল। তাঁরা ময়ালটিকে সেখান থেকে উদ্ধার করেন এবং জয়পুর গ্রামের পাশে পাহাড়ের জঙ্গলে সুরক্ষিত জায়গায় ময়ালটিকে ছেড়ে দেন। বনকর্মীরা জানান ময়ালটি সম্পুর্ণ সুস্থ রয়েছে। সম্ভবত খাবারের খোঁজেই ময়ালটি ধান ক্ষেতের মধ্যে গেছিলো বলে মনে করছেন বনকর্মীরা।