|
---|
জাকির হোসেন সেখ, ৩১ মার্চ, নতুন গতি, হেমতাবাদ, উত্তর দিনাজপুর: গত ৩১ মার্চ রবিবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের অন্তর্গত ২নং বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের কলুয়া বুথ থেকে নির্বাচিত বিজেপি সদস্য আনসার আলী তার কর্মীসমর্থকদের নিয়ে যোগদান করলেন তৃণমূলে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূলের পার্থী কানাই লাল আগরওয়াল এবং জেলার TMYC সভাপতি গৌতম পালের হাত ধরেই এই দলবদলের পর্ব সম্পন্ন হয়।
গতকালের এই তৃনমূলে যোগদান অনুষ্ঠানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কানাই লাল আগরওয়াল এবং জেলা তৃণমূলের যুব সভাপতি গৌতম পাল ছাড়াও উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাহাজান আলী, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সদস্য দেলোয়ার হুসেন, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির অন্তর্গত ২নং বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাদ্দাম হুসেন সহ আরও অনেকে।
বিজেপি থেকে সদ্য তৃনমূলে যোগ দিয়ে আনসার আলী বলেন, ”আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তৃণমূলে যোগদান করেছি। কোনো লোভে বা চাপে পড়ে নয়। এবং কারোর ভয়ে ভীত হয়েও নয়। আমি ও আমার সঙ্গী সাথীরা তৃনমূলের ধর্মনিরপেক্ষ আদর্শ ও দলের মা মাটি মানুষের সরকারের উন্নয়নের অগ্রগতি দেখেই স্বতঃস্ফূর্তভাবে তৃনমূলে যোগদান করেছি।”