কাজ করতে গিয়ে বিহারে 8 জন শ্রমিক আটক, পাশে দাঁড়ালো বাংলা সংস্কৃতি মঞ্চ

 

    নতুন গতি নিউজ ডেস্ক :: দারিদ্র্য নিত্যদিনের সঙ্গী, বেকারত্বের জ্বালায় সব কিছু যেন অলোমেলো হয়ে যাচ্ছে মুরারই থানার নয়াগ্রামের কয়েকজন যুবক। সব বাধা বিপত্তি ঠেলে নতুনভাবে নিজেদের পথ চলতে শুরু করে। বেছে নিন রাজমিস্ত্রির পেশা।

    প্রায় 8 জন সংখ্যালঘু রাজমিস্ত্রির কাজ করতে বিহারের মধুবনী যায়। কিন্তু সেখানে কাজ করার জন্যও তাদের আর বাড়ি ফেরত নেই কোন নাম ঠিকানা নেই। পরিবারের লোক তাদের সাথে যোগাযোগ করে জানতে পারে তাদের আটক রাখা হয়েছে, টাকা পয়সা কিছুই দেওয়া হচ্ছে না, ফলে বাড়ি আসতে পারে না।
    এমনকি তাদের প্রাণনাশের আশঙ্কা রয়েছে বলে তাদের পরিবার লোকজন বলে। পরিবারের লোকজন কান্নাকাটি করে নিরুপায় হয়ে পশ্চিমবঙ্গ বাংলা সংস্কৃতি মঞ্চে মুরারাই থেকে যোগাযোগ করে এই অসহায় মানুষের উদ্ধারের জন্য। বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলাম বলেন, আমরা আমাদের সাধ্যমত পুরো ব্যাপারটা খোঁজার চেষ্টা করছি এবং ওদের উদ্ধারের চেষ্টা করছি। এই মুহুর্তে প্রতি মুরারই বাসি আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছে। তিনি আরো বলেন যে দিন পরে দিন শ্রমিকদের যারা হুমকি দেওয়া হচ্ছে, টাকা পয়সা দেওয়া হচ্ছে, তিন বেলা ঠিকমতো খাবার এবং পাছে না তারা এই মুহূর্তে তাদের পাশে আমাদের কর্তব্য।