|
---|
নিজস্ব প্রতিনিধি, ঢোলাহাট:এক বছরের শিশুকন্যাকে চুরি করে নিয়ে গেল তার নিজেরই ঠাকুমা। ঘটনাটি ঘটে ঢোলাহাট থানার অন্তর্গত হরিণডাঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে ঠাকুমা জগদ্ধাত্রী চক্রবর্তী ও মা ঝুমা চক্রবর্তীর সাথে বাজারে যায় শ্রুতি সেখান থেকে শ্রুতিকে তার ঠাকুমা ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে যায় তার মায়ের কাছ থেকে। এই ঘটনার কিছু সময় পরে ঝুমা চক্রবর্তী ফোন করে খোঁজ নেয় শাশুড়ি ও তার মেয়ে কোথায় আছে কিন্তু ফোনে না যোগাযোগ হলে তারা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। অবশেষে তারা ঢোলাহাট থানায় নিখোঁজ ডায়েরি করে।
প্রতিবেশী সূত্রে জানা যায় জগদ্ধাত্রী চক্রবর্তীর স্বামী মারা যায় প্রায় ১৩ বছর আগে, দুই সন্তান কে ফেলে রেখে নিরুদ্দেশ হয়ে যায়। নিরুপায় হয়ে ঠাকুমা জ্যোতি চক্রবর্তি দুই নাতিকে মানুষ করেন, বড়ো নাতি হিরন্ময় কে বিয়ে দেয়, তারই দ্বিতীয় কন্যা শ্রুতি। বহুদিন পর হিরন্ময় এর মা বাড়িতে আসে এবং বলেন আমি হাওড়া তে থাকি। এর আগেও নাকি একবার এসে তিনি শ্রুতিকে নিয়ে যাওয়ার কথা বলেন, কিন্তু রাজি হয়নি সুতির বাবা মা।
এই ঘটনায় শ্রুতির পরিবারের নশোকের ছায়া দেখা গেলেও প্রতিবেশী কয়েক জনের মন্তব্য যে শ্রুতির মা ঝুমাই তার এক বছরের শিশুকে শাশুড়ির হাতে তুলে দিয়েছে।
কেনইবা মা তার বাচ্চাকে অন্যের হাতে তুলে দেবে আর নিজের ঠাকুমাই বা বাচ্চাটিকে নিয়ে কেনো নিরুদ্বেস হবে? প্রতিবেশীদের মধ্যে বিভ্রান্তকর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, ধোয়াসার মধ্যে আছেন তারা। এই চাঞ্চল্য কর ঘটনার তদন্তে নেমেছে ঢোলাহাট থানার পুলিশ।