আড়াইশো মেধাবী স্টুডেন্টকে স্কলারশিপ প্রদান পপুলার ফ্রন্টের

আসিফ আলম, নতুন গতি, বহরমপুর  : ২৭ মার্চ  মুর্শিদাবাদের বহরমপুরের ভাকুরিতে অনুষ্ঠিত হল পপুলার ফ্রন্টের স্কলারশিপ প্ৰদান। এ দিন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উদ্দ্যোগে  প্রায় ২৫০ জন দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদেরকে স্কলারশিপ প্রদান করা হয়।

    এছাড়াও ছাত্র ছাত্রীদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে সফল হওয়া যায় সেই বিষয়ে তাদের বিভিন্ন ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া প্রতিবছর  সারা ভারতবর্ষে দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদেরকে  উচ্চশিক্ষার জন্য  স্কলারশিপ দিয়ে থাকে এ বছরও তার ব্যতিক্রম নয়।

    উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম কাউন্সিলের রাজ্য সভাপতি মিনারুল ইসলাম। তিনি ছাত্রছাত্রীরা ভবিষ্যতের পথে কিভাবে এগিয়ে যাবে এবং একজন ছাত্র ছাত্রীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে  বর্ণনা করেন। ভাইস প্রেসিডেন্ট আব্দুব তৈয়াব। তিনি এই স্কলারশিপ দেওয়ার লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন  সমস্ত জায়গায় দুর্নীতিতে ভরে গেছে! বিশেষ করে শিক্ষা জগতে!আমরা চাই শিক্ষা জগৎ কে আদর্শ করে তুলতে। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব ওবায়দুল্লাহ নুরি সাহেব, মাসাদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    i