নেপালে বিশাল ঝড়, প্রান হারালেন কমপক্ষে ২৭ জন

    মিজানুল কবির,১লা এপ্রিল,কাঠমান্ডূ,ঃ নেপালে বিশাল ঝড়ে কমপক্ষে ২৭ জন মৃত । সুত্র অনুযায়ী জানা গেছে এছাড়াও কমপক্ষে ৬০০ জন আহত হয়েছেন ঝড়ে। বহু বাড়ি ঘর ভেঙ্গে গেছে । ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল । বহু গাছ উপড়ে গেছে বলে জানা গেছে।


    ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ভারতীয় সীমান্তের বারা জেলায়। রাতের অন্ধকারে সাথে সাথে উদ্ধারকার্য শুরু হয় বলে নেপাল প্রশাসন সুত্রে বলা হয়েছে। উক্ত জেলার ডেপুটি সুপারডেন্ট বয়ানে জানান ” চারদিকে খুব ঘন অন্ধকার ছিল ,যখন ঘটনাটি ঘটে।”


    গাছ সহ বহু ইলেক্ট্রিক তার রাস্তায় পড়ে যাওয়ায় উদ্ধার কাজ কিছুটা হলেও ব্যাহত হয়। এই মুহূর্তে আহত দের হাসপাতালে ভর্তি করা হয়েছে । ব্লাড ব্যাঙ্কে রক্তের আশঙ্কা দেখা গেছে বলে জানা গেছে। মৃত ব্যাক্তিদের বেশিরভাগ কৃষক ছিলেন বলে জানা গেছে।