|
---|
মিজানুল কবির,১লা এপ্রিল,পাটনাঃ লোকসভা ভোটের আগে দেশজুড়ে চলছে পরীক্ষার্থীদের বিক্ষোভ । বিহার রাজ্যেও দেখা দিল বিক্ষোভ কর্মসূচীর অন্য এক নাজারা।
বিহার পাবলিক কমিশনের নিয়োগ পরিক্ষায় গাফিলতির অভিযোগে সত্যাগ্রহের ডাক আগে ভাগেই দিয়েছিলেন পরীক্ষার্থীরা আজ সোমবার সকাল থেকে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে পালিত হল বিহার বন্ধ।
গত ২৬ তারিখে বিহার পাবলিক সার্ভিস কমিশনের গেটের সামনে সারাদিন বিক্ষোভ করেন তারা। সরকারের উপর আস্থা না থাকায় আজ হাজারো পড়ুয়া পাটনা কলেজের বাইরে একসাথে জমায়েত হন এবং রাস্তায় জনস্ত্রোতের মত নেমে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।
কেন এই বিহার বন্ধ পালনের ডাক?
নতুন গতির পক্ষ থেকে যোগাযোগ করা হলে তারা জানান ” প্রিলিমিনারি পরীক্ষার পর প্রকাশিত উওর পুস্তিকায় ১১ টি প্রশ্নের উত্তর ভুল দেওয়া হয়েছিল তাই গতকাল ২৬ তারিখে কমিশনের তরফে ডাকা হয়েছিল,কিন্তু আচমকায় এখন কমিশনের তরফে এই গাফিলতির অভিযোগ উড়িয়ে দেওয়া হচ্ছে”।
বিগত ২৭ তারিখে তারা রাজভবনে গিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে ডেপুটেশন ও জমা দিয়ে আসেন বলে তারা জানান।
এই বন্ধের পাশে পাটনা শহরস্থিত বিভিন্ন নামি গামী কোচিং সেন্টার গুলিকেও পাশে পেয়ে অনেকটা খুশী পরীক্ষার্থীরা। আগামীতে আরও বড় আন্দোলনের পথে নামতে পারেন তারা বলে জানান তারা। ভোট বয়কটের হুশিয়ারি দিতে দেখা যায় অনেক পরীক্ষার্থীদের।