|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বিশ্ব নবী হজরত মহম্মদ স. এর জন্মদিন উপলক্ষে উর্দু অ্যাকাডেমি হল এ ১০ তম বর্ষে বিশ্ব নবী দিবস পালন করল নতুন গতি পত্রিকা। অনুষ্ঠানে মাওলানা আক্রাম খাঁ স্মৃতি পুরস্কার প্রদান করা হয় এ.টি.এম রফিকুল হাসানকে যিনি রসুলুল্লাহর জীবনিকার ও বহু ইসলামী গ্রন্থের লেখক।
বিশ্ব নবী হজরত মহম্মদ স. এর আবির্ভাব ও তিরোধান দিবস ১২ই রবিউল আওয়াল। বিশ্ব মানবতার প্রতীক হজরত মহম্মদ স. এর জন্মমাসকে ঘিরে সারা পৃথিবীর মানুষের মনে এক অন্য ধরনের অনুভুতি যেগে ওঠে। নানাভাবে তাকে স্মরণ করা হয়। নতুন গতি তাঁকে স্মরণ করেন একটি আলোচনা চক্রের মাধ্যমে।
এই আলোচনা চক্রে অংশ নেন মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী, জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। ছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুরঞ্জন মিদ্যে ও বিশিষ্ট বিজ্ঞানী ড: মুনকীর হোসেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।