অ্যাম্বুলেন্সে অক্সিজেন শেষ হওয়াতে মৃত্যুর কোলে ঢলে পড়লো করোনা রোগী, পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের

জলপাইগুড়ি: অ্যাম্বুলেন্সে অক্সিজেন শেষ , মৃত্যুর কোলে ঢলে পড়লো করোনা রোগী। এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। মৃত ওই যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    প্রসঙ্গত করোনার একাধিক উপসর্গ নিয়ে সম্প্রতি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায় নামে একজন যুবক। তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে জলপাইগুড়ি কোন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

    কিন্তু মঙ্গলবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হয়, এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু এরপরে বিপত্তি বাধে, অ্যাম্বুলেন্সে অক্সিজেন শেষ হয়ে যায়। অক্সিজেন না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যুবক। এমনটাও শোনা গিয়েছে এই ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক সেখান থেকে পালিয়ে যায়। এরপর একটি স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাম্বুলেন্সে করে ওই যুবকের মৃতদেহ জলপাইগুড়ির করোনা হাসপাতালে নিয়ে আসা হয়।