|
---|
আসানসোল: বালি নিখোঁজ কাণ্ডে অবশেষে পুলিশের জালে দুই রাজমিস্ত্রি প্রেমিকসহ কর্মকার বাড়ির দুই বউ। বুধবার ভোরে আসানসোল স্টেশন থেকে পুলিশ তাদের আটক করেছে । তাদের সঙ্গে ছিল কর্মকার বাড়ির সাত বছরের নাতিও।
পুলিশের কাছে খবর ছিল মুম্বাইতে থাকাকালীন তাদের টাকার টান পড়ার কারণে রাজ্যে আবার ফেরত আসবে। বুধবার ভোরে আসানসোল স্টেশনে তাদের ট্রেন পরিবর্তন করার কথা ছিল। আগে থেকেই ফাঁদ পাতে পুলিশ, বুধবার সকালে আসানসোল স্টেশন থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর মিলেছে সবাই এখন সুস্থ আছে।
প্রসঙ্গত শ্রীরামপুরে শপিং করতে যাবে বলে বালির নিশ্চিনদাপুর এলাকার বাসিন্দা কর্মকার বাড়ির দুই বউ নিখোঁজ হয়ে যায়। এরপর পুলিশ বড় বউয়ের কললিস্ট ঘেঁটে জানতে পারে মুর্শিদাবাদের সুতির বাসিন্দা দুই রাজমিস্ত্রি সাথে মুম্বাইতে পালিয়েছে দুই বউ। প্রসঙ্গত কর্মকার বাড়ির সংস্কার করবার সময় দুই রাজমিস্ত্রির সাথে সম্পর্ক গড়ে ওঠে কর্মকার বাড়ির দুই বউয়ের।