|
---|
উজির আলী,চাঁচল: কালীপূজো উপলক্ষে চাঁচল যুব সাথী ক্লাবের উদ্যোগে ও এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুস্থ গরিবদের শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। বুধবার মালদহের চাঁচল গ্রাম পঞ্চায়েত এলাকার গিলাবাড়ী এলাকায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানা যায়। জেলার ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে ওই এলাকার প্রায় ৩২ জন পুরুষ ও মহিলা রক্তদান করেন বলে জানা যায়।
জানা যায়, গত তিন বছর ধরে চাঁচলের গিলাবাড়ী যুব সাথী ক্লাবের তরুণ সদস্যরা মা কালীর আরাধনায় রত হয়েছেন। তবে রক্তদান শিবিরের আয়োজন এবার প্রথম। পরবর্তী চালিয়ে যাবেন বলে জানান উদ্যোক্তারা।
প্রতিবছর কালীপুজোর দুদিন পর দুস্থ ও গরিব দের জন্য বস্ত্র বিতরণ অনুষ্ঠান করে থাকে। তাই এবার রক্ত সংকট মেটাতে কালী পুজোর দুদিন পর তারা স্বেচ্ছায় রক্তদান শিবির ও আসছে শীত উপলক্ষে প্রায় ৩০ জন দুস্থ ও গরিব দের হাতে শীতবস্ত্র বিলি করেন।
ক্লাবের সম্পাদক সুদীপ্ত দাস বলেন, রক্ত সংকট মেটাতে আমরা স্বেচ্ছায় একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি। এছাড়াও কদিন পরেই শীতের মৌসম তাই ক্লাবের পক্ষ থেকে গরীব ও দুঃস্থ্যদের হাতে শীতবস্ত্র তুলে দিলাম।