|
---|
উজির আলী,চাঁচলঃ কালীপুজোয় মামার বাড়িতে বেড়াতে এসেছিল ভাই-বোন। পুকুরে স্নান করতে গিয়ে একসাথে মৃত্যু হল ভাই-বোনের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁচল থানার ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কাণ্ডারণে। মৃত ভাই-বোনের নাম নন্দিনী মুণ্ডা (১২) ও পবন মুণ্ডা (৯)। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালীপুজোতে বিহারের পূর্ণিয়া থেকে কাণ্ডারণের মধুবনা গ্রামে দাদুর বাড়িতে সপরিবারে বেড়াতে এসেছিলেন তারা। আজ সকালে বাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়ে ভাই-বোন দুজনই জলে ডুবে যায়। গ্রামবাসীরা ছুটে এসে পুকুর থেকে তাদের উদ্ধার করে মালতিপুর হাসপাতালে ভরতি করেন। কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
চাঁচল থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।