|
---|
লুতুব আলি, নতুন গতি : পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের উদ্যোগে বাগনানে অনুষ্ঠিত হলো বর্ণময় বসন্ত উৎসব। অনুষ্ঠানের শুভ সূচনা লগ্নে স্বাগত ভাষণ দেন পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের সম্পাদক চন্দ্রনাথ বসু। বাগনান এন ডি ব্লকে এই বসন্ত উৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ উন্মাদনার সঞ্চার হয় রং দেহে নয় প্রাণে লাগুক.. এই বার্তায় দেওয়া হয়। বর্তমানে অধিকাংশ মানুষ যান্ত্রিক হয়ে পড়েছেন। যন্ত্রের প্রতি সময় দিতে দিতে মানুষের মন মানসিকতার আমূল পরিবর্তন ঘটেছে। আন্তরিকতার অভাব লক্ষ্য করা যায়। এই ব্যতিক্রমী বসন্ত উৎসবে মানুষের প্রাণে প্রকৃত রং লাগানোর বার্তা দেওয়ার পাশাপাশি সবুজায়নের বার্তাও দেওয়া হয়। গাছ লাগান, গাছ বাঁচান এই স্লোগান কে হাতিয়ার করা হয়। অনুষ্ঠানের সতর্ক করা হয় কৃত্রিম রং কে ছেড়ে প্রাকৃতিক রং ব্যবহার করার হোক। রং কোন জীবজন্তুর গায়ে যেন না দেয়া হয়। রং খেলুন কিন্তু রংবাজি করবেন না এই বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি জাহাঙ্গীর মিদ্দে, বিশিষ্ট পরিবেশকর্মী জয়িতা কুন্ডু, বাংলার মহিলা ক্রিকেট টার অনিন্দিতা চ্যাটার্জি প্রমুখ। অনুষ্ঠানে সমস্ত অতিথিদের বই, চারা গাছ, কলম, ফল , মিষ্টি ও ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। গাছকে মালা পরিয়ে ভেষজ আবীর দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে মননশীল আলোচনা ও কবিতা পাঠের আসর বসে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌলভি মিশ্র ও শুভম বেরা। অনুষ্ঠানের শেষে জাতীয় সংগীত পরিবেশন এর পর সমাপ্তি ঘোষনা করেন চন্দ্রনাথ বসু।