|
---|
সংবাদদাতাঃ পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের মেমারির পুরাতন বাসস্ট্যান্ডে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল কুমার মণ্ডলের সমর্থনে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন মেমারি পৌরসভার পৌর প্রধান স্বপন বিষয়ী, আশিস ঘোষ দস্তিদার প্রমুখ। উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার একাধিক কাউন্সিলর। সভায় বক্তা গণ নোটবন্দী, জিএসটি সহ মোদী নীতির তীব্র বিরোধিতা করে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান। বক্তা গণ দৃঢ়তার সঙ্গে বলেন, কেন্দ্রে আগামী সরকার গঠন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বাংলা এবার সারা ভারত বর্ষের উন্নয়ন করবে তৃণমূল কংগ্রেস। পথসভায় ভিড় ছিল চোখে পড়ার মত।