|
---|
নতুন গতি ডেস্ক: ভোট প্রচার যখন চরমে তখন নতুন এক ঘটনা তৃণমূলকে বিড়ম্বনায় ফেলল। হঠাৎ ই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাতে গ্লাভস পরে ভোট প্রচারে এসে জণগণের সাথে করমর্দন করছেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই ছবি।
প্রায় সঙ্গে সঙ্গেই সিপিআইএম, বিজেপি ঘটনাটি নিয়ে আক্রমণ শুরু করে। এমনকি তৃণমূল এর কিছু কর্মী এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করে। নড়েচড়ে বসে নেতৃত্ব।
কিন্তু কি হয়েছিল সেই ঘটনাটি চলুন জেনে নেই আসল সত্য। একটি প্রচার শেষে ফেরার সময় গাড়িতে উঠে ওটি পড়েন তিনি। মূলত ওই জিনিসটি পরা হয় হাতে সানবার্ন বা হাতে টান না ধরার জন্য। কিন্তু কাঁচ তোলার ঠিক পূর্বেই অযাচিত ভাবে কারোর হাত চলে আসে। তার হাতটিকে ফেরাতেও পারছিলেন না তিনি। তাই ওই অবস্থাতেই হাতটি ধরেন তিনি। কিন্তু নিন্দুকে তা শুনবে কেন। আপাতত এটি নিয়ে বেশ ব্যাকফুটে মিমি।