|
---|
সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: সম্প্রতি সৌদিআরব ফেরত এক যুবক বাড়ি পৌঁছে চিকিৎসার জন্য সিউড়ি সদরে এসে চিকিৎসা করাতেই কিছু উপসর্গ সন্দেহ দেখা দেওয়ায় আইশোলেশন এ ভর্তি করা হয়,যার পরিপ্রেক্ষিতে জেলা স্বাস্থ্য দফতর নড়ে চড়ে বসে। তড়িঘড়ি প্রশাসনিক বৈঠক করেন এবং জেলা জুড়ে সচেতনতা বৃদ্ধি করতে পোস্টার ব্যানার ফেস্টুন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।আজ বীরভূম জেলার বাংলা ঝাড়খন্ড সীমান্তের মহম্মদবাজার,কাঁকরতলা,লোকপুর থানা সহ বিভিন্ন জায়গায় নাকা চেকিং করা হয়। লোকপুর থানার পশ্চিম প্রান্তে বাংলা ঝাড়খন্ড সীমান্তের বাগডহরী সংলগ্ন ধাসুনিয়া মোড়ে পথচলতি মানুষ,বাইক আরোহী বা বড় গাড়ীতে যাতায়াত কারি ব্যাক্তিদের দাঁড় করিয়ে কথোপকথন তথা করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতার বার্তা দেওয়া হয়। বিবরণে প্রকাশ খয়রাশোল ব্লকের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যাবস্থাপনায় আজকের পথচলতি মানুষ সহ বিভিন্ন যানবাহনে যাতায়াত কারি ব্যাক্তিদের করোনা ভাইরাস থেকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। এদিন সরজমিনে উপস্থিত ছিলেন সি আই পিযুষ কান্তি লায়েক।লোকপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট সুমিত গোস্বামীর তত্ত্বাবধানে রাজিবুল খলিফা, বিবেক খাঁ,উত্তম কাপুরি প্রমুখ সিভিক ভলিন্টিয়ার সহ মেডিকেল টিম সকলে মুখে মাস্ক ব্যবহার করে পথ চলতি মানুষদের দাঁড় করিয়ে করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন এবং এই মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অর্থাৎ ওর্য়াল্ড হেলথ অর্গানাইজেশন ঘোষিত করোনা ভাইরাস অতি মহামারী আখ্যায়িত তাই কি কি করনিয় তাহার পরামর্শ প্রদান করা হয়, সেই সমস্ত কথা একান্ত সাক্ষাৎকারে জানান লোকপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট সুমিত গোস্বামী।