|
---|
রাজিবুল হোসেন, কোচবিহার : সারা রাজ্যে এখন চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।আর এই সময় কোচবিহার থেকে উধাও মাধ্যমিকের ৭৩ টি ইংরেজি খাতা। এই ঘটনার জন্য তোলপাড় শিক্ষা মহলে।
কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমারের দেওচড়াই হাই স্কুলের ইংরেজি শিক্ষক উৎপল দামের কাছ থেকে এই খাতা খোয়া যায়।তিনি ওই খাতা গুলি নিয়ে হেড এক্সামিনারের কাছে যাচ্ছিলেন দিনহাটায়। এদিকে ওই ৭৩ টি খাতা খোয়া যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মধ্য শিক্ষা পর্ষদের বিরুদ্ধে আঙুল উঠেছে। কিভাবে মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতা খোয়া গেল এনিয়ে প্রশ্ন উঠেছে। তুফান গঞ্জ থানা সূত্রে জানা যায় এবিষয়ে একটি অভিযোগ জমা পড়েছে শিক্ষক উৎপল দামের তরফে। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। গোটা ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন থেকে শিক্ষা মহলে।