|
---|
নিজস্ব প্রতিনিধি : সারা রাজ্যে ‘দিদিকে বলোর’ সফল কর্মসূচির পর ৩রা মার্চ, ২০২০ কলকাতার ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের পঁচাত্তর দিন ব্যাপী এক নিবিড় জনসংযোগ কর্মসূচি গৃহীত হয়। এই জনসংযোগ কর্মসূচী চলবে ১০ই মে, ২০২০ পর্যন্ত l বিধায়কদের নেতৃত্বে প্রায় পনেরো হাজার জনবসতি ঘুরে, পঁচাত্তর হাজারের বেশি তৃণমূলের দলীয় কর্মী বাংলায় আড়াই কোটি মানুষের কাছে পৌঁছাবেন। পঁচাত্তর দিনের কর্মসূচির অংশ হিসাবে দ্বিতীয় পর্বে বিধানসভা ভিত্তিক বিধায়কের ডাকে তৃণমূলের এই ‘জলযোগে যোগাযোগ’ কর্মসূচি । কার্যত আজ জনসংযোগ কর্মসূচী পালনের জন্য আমন্ত্রিত ঘর ভর্তি সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় কেশপুরের বিধায়ক শিউলি সাহা তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশের প্রেক্ষিতে বিভিন্ন বিষয় নিয়ে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস অফিসে মত বিনিময় করেন l সাংবাদিকরাও খুশি মনে বিধায়কের সঙ্গে ঘরোয়া ভাবে আলোচনা করেন। মত বিনিময় শেষে প্রতি সাংবাদিককে কোল্ড ড্রিংকস, সন্দেশ, হলদি রামের ঝুরি,ফিসকাটলেট,কাজু বাদাম, কচুরি, কফি সহযোগে জলযোগ করানো হয়। এদিনের কর্মসূচিতে বিধায়কের সঙ্গে ছিলেন ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি, জেলার সাধারণ সম্পাদক তথা কেশপুরের রবিনহুড মহম্মদ রফিক, সমস্ত জেলা পরিষদের সদস্য, সমস্ত অঞ্চল সভাপতি প্রমুখ।