বাংলার গর্ব মমতা’‌ দ্বিতীয় পর্যায়ে আজ রায়দিঘীতে স্বীকৃতি সম্মেলন

নবাব মল্লিক, রায়দিঘী: বাংলার গর্ব মমতা’‌ দ্বিতীয় পর্যায়ে আজ রায়দিঘীতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে স্বীকৃতি সম্মেলন করা হল। প্রবীণ ও নিষ্ক্রিয় কর্মীদের দলের কাজে আবার যুক্ত করার জন্য তৃণমূল তাঁদের অবদানে স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা দেয় এখানে। প্রায় শ খানেখ কর্মীকে এই কর্মসূচিতে শামিল হয়েছিল বলে জানা যাচ্ছে। উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন সভায় বলেছেন, ‘‌দলের পুরনো কর্মীরা আমাদের সম্পদ।‌ তাদের ফিরিয়ে আনতে হবে।  প্রথম থেকে যাঁরা দলে ছিলেন, তাঁদের মধ্যে অনেককেই আমি দেখতে পাই না।’‌‌ তিনি এও বলেছিলেনন, ‘‌আপনারা যদি ফেরাতে না পারেন, আমি নিজে তাদের ফেরাব।’‌ মুখ্যমন্ত্রীর এই নির্দেশ পাওয়ার পর রাজ্য নেতারা পুরনো কর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। এঁদের মধ্যে অনেকেই মান–‌অভিমান করে বসে আছেন। এজন্যই রায়দিঘীতে পুরনো কর্মীদের ডেকে সংবর্ধনা দেওয়া হয় আজ। জেলায় জেলায় সংগঠন আরও বেশি শক্তিশালী করতে চায় তৃণমূল। লক্ষ্য একটাই, ২০২১–‌এর বিধানসভা নির্বাচন। লড়াইয়ে নামতে গেলে পুরনো কর্মীদের প্রয়োজন। দল মনে করে, এঁদের মধ্যে অনেকেই যোগ্য নেতা ও কর্মী। যে কোনও কারণেই হোক, এঁরা নিষ্ক্রিয় হয়ে আছেন। মান–‌অভিমান করে বসে আছেন। ঠিক সময়ে তাঁরা সম্মান পাননি। প্রশান্ত কিশোরের আইপ্যাক থেকেও এঁদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর সংশ্লিষ্ট এলাকার বিধায়কদের কাছে এঁদের নামের তালিকা পাঠিয়ে দেওয়া হয়। বলা হয়েছে, অতি অবশ্যই এঁদের সঙ্গে যোগাযোগ করতে হবে। বাড়িতে গিয়ে ডেকে আনতে হবে। সংবর্ধনা দিতে হবে। সে নির্দেশ পেয়েই আজ রায়দিঘী বিধানসভাতে স্বীকৃতি সম্মেলন করা হয়। ইতিপূর্বেই ‘‌জলযোগে যোগাযোগ’‌ এই কর্মসূচি শেষ হয়েছে। আজ এই সভায় উপস্থিত ছিলেন রায়দিঘী বিধানসভার এসিসি অলোক জলদাতা, দক্ষিণ ২৪ পরগণা জেলা বণ ও ভূমি কর্মাধক্ষ‍্য শান্তনু বাপুলী, মথুরাপুর ২ নং ব্লক যুব সভাপতি উদয় হালদার, সিরাজউদ্দিন বৈদ‍্য এবং অন‍্যান‍্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।