|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ জেলা পরিষদের সহসভাধিপতিকে ফোন করে খুনের হুমকি দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ ।পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডুকে ১৯ আগষ্ট রাতভর একের পর এক মোবাইল নম্বর থেকে ফোন করে প্রথমে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও পরে তাকে খুনের হুমকি দেওয়া হয়।মোট ১৬ টি নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন আসে। তিনি গোটা বিষয়টি পুলিশ প্রশাসনকে লিখিতভাবে জানান ওই দিনই। জেলা পুলিশের সাইবার সেল তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে নদীয়ার পলাশী থানার পলাশীপাড়া থেকে সঞ্চিত ঘোষকে গ্রেপ্তার করে। শুক্রবার বর্ধমান আদালতে ধৃতকে তোলা হয়।