সুলতানপুর সম্মিলনী ক্লাবের উদ্যোগে গরীব ও নিম্নমধ্যবিত্ত মানুষের অন্নকষ্ট দূর করে চলেছে।

সেখ সামসুদ্দিন : মেমারি পুরসভার ৩ নং ওয়ার্ডের অন্তর্গত সুলতানপুর সম্মিলনী ক্লাবের উদ্যোগে লকডাউন পরিস্থিতিতে গরীব ও নিম্নমধ্যবিত্ত পরিবারের অসহায় মানুষের অন্নকষ্ট দূর করে চলেছে। আজ সতেরো দিন ধরে সব্জি ভাত পরিবেশন করে চলেছেন। বিশিষ্ট সমাজসেবী ও ক্লাবের অন্যতম সদস্য মহঃ আবু হোসেন ওরফে রথী জানান মেমারি পুরএলাকার বিভিন্ন ওয়ার্ডের মানুষের সঙ্গে তাতারপুর, নিমো, কেজা সহ পার্শ্ববর্তী গ্রাম থেকেও গরীব মানুষেরা এসে খাবার নিয়ে যায়।

    আর নিম্নমধ্যবিত্ত পরিবারের যারা প্রকাশ্যে আসতে পারেন না তাদের বাড়ি বাড়ি প্যাকেট করে পৌঁছে দেওয়া হচ্ছে। আজ ৭২৫ জনের খাবার পরিবেশন করা হয়। লকডাউন চলাকালীন এই পরিষেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি সেখ সোভান, সদস্য সেখ মইনুদ্দিন, সুরজ, সইদুল, জানু সহ সকল সদস্যবৃন্দ।