মেমারি স্বপ্নসন্ধানী এর রবীন্দ্র জন্মজয়ন্তীত অনুষ্ঠিত হয়

সেখ সামসুদ্দিন : ৯ মে, পূর্ব বর্ধমান জেলার মেমারি স্বপ্নসন্ধানী শিক্ষা সংস্কৃতি কেন্দ্র প্রতি বছরের মতো এ বছরেও রবীন্দ্র জন্মজয়ন্তীতে প্রাণের কবিকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে অনুষ্ঠানটি হয় অনলাইন ও অফলাইন দুই ভাবেই। প্রতিষ্ঠাতা শিক্ষক রামকৃষ্ণ কুণ্ডু মহাশয় জানান প্রায় ৫০ জন অংশগ্রহণকারী ছিলেন।
অনলাইনে ফেসবুক গ্রুপে, ইউটিউব চ্যানেলে ও সংস্থার নিজস্ব কেন্দ্রে মূলত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নৃত্য, আবৃত্তি, সংগীত, অঙ্কন, কবিকে নিয়ে স্বরচিত লেখা, আলোচনা ইত্যাদি পরিবেশন করেন, ছাত্র-ছাত্রীরা। ছিলেন কোয়েনা দে, ঋত্বিকা কুন্ডু, এবং অবসর প্রাপ্ত শিক্ষক চিত্তরঞ্জন কুন্ডু সংস্থার সভাপতি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন অপর্না দাস, প্রিয়া চ্যাটার্জী , পরিকল্পনা ও পরিচালনায় রামকৃষ্ণ কুণ্ডু। তিনি মেমারি স্বপ্নসন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন । অনুষ্ঠানটি অসংখ্য দর্শক দেখেন, সকল দর্শকবৃন্দ ও অংশগ্রহণকারী সহ সকলকেই ধন্যবাদ জানান মেমারি স্বপ্নসন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র পরিবারের পক্ষ থেকে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রামকৃষ্ণ কুণ্ডু। এই সংস্থা সুস্থ সংস্কৃতির স্বার্থে কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে। এখানে বহুবিধ শিক্ষা ও সাংস্কৃতিক চর্চাও চলেছে সমান তালে। বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থাও হয়েছে দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য।