মেমারিতে হেলমেট বিহিন বাইক আটক ৮০

নূর আহমেদ, মেমারি : ৮ অগাষ্ট,সেফ ড্রাইভ, সেফ লাইফ কর্মসূচীকে সামনে রেখে মেমারি থানার বড় বাবু সুদীপ্ত মুখার্জীর নেতৃত্বে মেমারি শহরে বিভিন্ন জায়গায় হেলমেটবিহিন বাইক আটক করা হচ্ছে। নিজেদের নিরাপত্তার জন্য হেলমেট পড়া ভীষণ জরুরী তাই আজ অভিযান। বামুন পাড়া মোড়ে ৮০টি বাইক আটক করা হয়। পুলিশ হেলমেট বিহিন চালকদের জিজ্ঞাসাবাদ করছেন।এরং মেমারি বামুনপাড়া মোড়ে পেট্রোলপাম্পের সামনে চালক সহ আটক করা হয়ছে। বামুনপাড়া মোড়ে পুলিশের কর্মকর্তা জয়দেব দে,স্বপন চক্রবর্তী, সেখ হাসান ছিলেন। এই একই কর্মসূচী মেমারি হাসপাতাল মোড়েও করা হয় সেখানে উপস্থিত ছিলেন বুদ্ধদেব ঘোষ ও কার্তিক পাখিরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেমারিতে। আজ সতর্ক করা হল, যে সমস্ত হেলমেট বিহিন বাইক ধরা হয়েছিল। সেই সমস্ত বাইক চালকরা বাড়ি থেকে হেলমেট নিয়ে এসে দেখানোর পর তাদের কে ছেড়ে দেওয়া হচ্ছে। পুলিশের এই উদ্যোগ কে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।

    নূর আহামেদজ মেমারি