রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে মানবিকতার নজির গড়লেন স্থানীয় কয়েকজন যুবক

বাবলু হাসান লস্কর : রাজ্য রাজনীতিতে ভোট পূর্ববর্তী ও পরবর্তীতে চলেছে একে অপরের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা,আর এতেই পারদ বেড়েই চলেছে। আর তারই মধ্যে মানবিকতার নজির গড়লেন স্থানীয় কয়েকজন গ্রামবাসী। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় স্থানীয় এক বিজেপি নেতার ব্যক্তির মৃত্যু স্বাভাবিক ছিল। ওই ব্যক্তির আত্মীয়স্বজন এবং প্রতিবেশিরা করোনা (Covid-19) আক্রান্ত ভেবেছিলেন, আর এতেই কাল হলো।

    দীর্ঘক্ষন মৃত ব্যক্তির লাশ বাড়িতে পড়ে রইল । তার শেষকৃত্য করার লোক মিলছিল না । স্থানীয় আত্মীয়-স্বজন প্রতিবেশীরা কেউ মরদেহ সৎকারে এগিয়ে আসেননি। শেষে স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মীরা ওই বিজেপি নেতার মরদেহ সৎকারে এগিয়ে এলেন। ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার মধ্যে এমনই মানবিক দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার চাকতা গ্রামে। প্রায় কুড়ি ঘন্টা পর অনুপ বন্দ্যোপাধ্যায় (৬০) নামে মৃত ওই বিজেপি নেতার দেহ স্থানীয় গুটি কয়েক যুবক উদ্ধারণপুর শ্মশানে সৎকার করলেন ।