|
---|
নিজস্ব সংবাদদাতা , মোথাবাড়ি:
গঙ্গার ভাঙন নিয়ে সাংবাদিক তনয় মিশ্রের মালদহ সমাচার ও উত্তর বঙ্গ সংবাদে র কাগজের গবেষণা মুলক লেখার মর্যাদা পেলো সর্বভারতীয় ক্ষেত্রে ।
আইআইটি খড়গপুর পরিচালিত খড়গপুর সোসাল এমপাওয়ারমেন্ট এন্ড রিসার্চ এসোসিয়েশনের একটি জার্নালে প্রকাশিত এই লেখার নির্বাচিত অংশ প্রকাশিত হয়েছে । এর ফলে গঙ্গার ভাঙন নিয়ে উত্তর বঙ্গ সংবাদ ও সমাচারে প্রকাশিত তদন্ত ধর্মী লেখার সর্বভারতীয় ক্ষেত্রে মর্যাদা পেলো । ” ইনকোয়েস্ট ” নামক এই জার্নালে দশ পাতা ধরে লেখা প্রকাশিত হয় । এছাড়া ও জার্নালের সম্পাদকীয় প্রতিবেদনে এই গবেষণা মুলক লেখা র যথেষ্ট সুনাম করা হয় । কলকাতা বইমেলা তে এই জার্নালটি প্রকাশিত হয়েছে । এর ফলে প্রায় দশবছর আগের প্রকাশিত গঙ্গার ভাঙন নিয়ে সর্ববৃহৎ লেখাটি মর্যাদা পেলো ।
প্রসঙ্গত উল্লিখিত 2003 সালে সমাচার কাগজে সাংবাদিক তনয় মিশ্রের গঙ্গার ভাঙন নিয়ে গবেষণা মুলক 58 কিস্তি লেখা প্রকাশিত হয় । এই লেখাটি মালদার ইতিহাসে একটি বিষয়ের উপর সর্ববৃহৎ লেখা হিসেবে মর্যাদা পেয়েছে । এ ছাড়াও উত্তর বঙ্গ সংবাদে লেখা প্রকাশিত হয় । ইনকোয়েস্ট জার্ণালে লেখা প্রকাশিত হয় । উত্তর বঙ্গ সংবাদে র প্রতিবেদক তনয় মিশ্র জানান ,” খুব ভালো লাগছে সমাচারে লেখটি দশ বছর পর মর্যাদা পেলো । এই লেখার কৃতিত্ব সমাচারের সম্পাদক সঞ্জীব চক্রবর্তীর ও উত্তর বঙ্গ সংবাদে র তৎকালিন বার্তা সম্পাদক রতন চক্রবর্তীর। উনারা আমাকে এই লেখার উৎসাহ ও প্রেরণা দিয়ে এই লেখা লেখতে সাহায্য করেছেন । এছাড়াও গঙ্গা ভাঙন আন্দলনের নেতা শিশির ওঝা তরিকুল ইসলাম ক্ষিদির বক্স কেদার মন্ডল সহ নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্র ব্যক্তি গত ভাবে নানা তথ্য সরবরাহ করে সাহায্য করেছিলেন । প্রসঙ্গত উল্লিখিত সম্প্রতি মালদা শহরের সুরসৃষ্টি নামে একটি একটি সংস্কৃতিক গোষ্ঠী এই কাজের জন্য সাংবাদিক তনয় মিশ্রেকে বিশেষ সম্মানে সম্মানিত ও সংবর্ধিত করেন ।