|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। ভ্যাকসিনের আশায় প্রমাদ গুনছে মানুষ। কিন্তু এই পরিস্থিতিতে করোনা তাড়াতে বিজেপি নেতা মন্ত্রীরা বিভিন্ন দাওয়াই দিয়ে চলছে। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়ালের দাবি “ভাবিজি পাঁপড়” নামক পাঁপড় খেলেই চিরতরে করোনা সারবে। এই পাঁপড় মোদি সরকারের আত্মনির্ভর ভারত গড়ার অংশবিশেষ বলে দাবী করেন। আবার মধ্যপ্রদেশের প্রোটেম স্পিকার রামেশ্বর শর্মা দাবী করেন অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হলেই করোনা মহামারী চলে যাবে। আবার করোনা ঠেকাতে হিন্দু মহাসভার উদ্যোগে গো মূত্র পার্টি হয়। সংগঠনটির প্রধান চক্রপানি মহারাজার দাবি গো মূত্র খেলেই করোনা চলে যাবে।
এমন দাবির মধ্যে আবার বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর দাবী করেন, দিনে পাঁচবার হনুমান চালিশা পাঠ করলেই দেশে কমবে দাপুটে ভাইরাসের প্রকোপ। শনিবার একটি ভিডিও বার্তা টুইট করে প্রজ্ঞা সিং ঠাকুর বলেন, “আসুন, আমরা সকলে মিলে সবার সুস্বাস্থ্যের জন্য ও করোনা ভাইরাসকে শেষ করার জন্য আধ্যাত্মিক প্রচেষ্টা করি। করোনা ভাইরাসকে ভয় পাবেন না। দিনের মধ্যে পাঁচ বার ‘হনুমান চালিশা’ পাঠ করুন। ৫ আগস্ট পর্যন্ত এটা চালিয়ে যান। ৫ আগস্ট বাড়িতেই প্রদীপ জ্বালিয়ে ভগবান রামকে আরতি দিয়ে আচারটি শেষ করুন। দিওয়ালির মতো করেই ওই দিনটি পালন করবেন। তাতেই গোটা পৃথিবী করোনামুক্ত হবে।” তাঁর বিশ্বাস গোটা দেশের হিন্দুরা যখন এক সাথে হনুমান চালিশা পাঠ করবে, তখন নিশ্চিতভাবেই সেটা কাজ করবে। আমরা করোনামুক্ত হব। তাঁর মন্তব্য নিয়ে চলছে জোর আলোচনা। হাসির রোলও উঠেছে অনেক জায়গায়