৫২০ বোতল ফেনসিডিল সহ ধৃত ৪ জন মুর্শিদাবাদের ফরাক্কায়

 

    আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় ৫২০ বোতল ফেনসিডিল সহ ৪ জনকে হাতে নাতে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে নিউ ফরাক্কা ৩৪ নাম্বার জাতীয় সড়কে ৪ জনকে ৫২০ বোতল ফেনসিডিল সহ সন্ধ্যা বেলায় হাতে নাতে গ্রেফতার করে পুলিশ।

    দুষ্কৃতীদের নাম সোহেল মণ্ডল শেখ, মিলন মণ্ডল, মিনারূল বিশ্বাস ও রবিউল শেখ – গতকাল শনিবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় দুষ্কৃতীদের। জানা গিয়েছে দুষ্কৃতীদের বাড়ি জলঙ্গি ও রানী নগর। শুক্রবার দুটি নাম্বার বিহীন স্কুটিতে করে মালদহ থেকে ৫২০ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছিলো সেই ৪ জন দুষ্কৃতী। ফেনসিডিল কোথায় নিয়ে যাচ্ছিলো তারা এই নিয়ে তদন্ত শুরু হয়ে গেছে।