|
---|
সুমন গিরি : রাজ্য কেরলে কাজ করতে গিয়ে আটক পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির ৫৫ জন শ্রমিক।এর জেরে দুচিন্তার ভাঁজ পড়েছে তার পরিবারের। গত কয়েক মাস আগে খেজুরি ৫৫ জন যুবক। তারপরে কেরলের একটি কারখানার কাজ শুরু করেন তারা। গত দুই মাস ধরে ওই কারাখানা শ্রমিকদের কোন বেতন দেয়নি বলে অভিযোগ। কারখানাতে দু মাস বেতন না পাওয়ার কারণের কাজে যাওয়ার খেজুরির ৫৫ জন শ্রমিক বেশ সমস্যা পড়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির কলাগেছিয়া,বাহারগজ্ঞ,পানখাই, জাহানাবাদ প্রভৃতি গ্রাম থেকে ওই যুবকরা কাজের জন্য কেরলের গিয়েছিলন। গত কয়েক বছর ধরে খেজুরি বিভিন্ন এলাকায় যুবকরা অতিরিক্ত টাকা পাওয়ার আশায় কেরলে কাজ করতে যায়। খেজুরি ৫৫ জন একটি গ্লাভস তৈরির কারখানাতে কাজ করতো বলে জানাগেছে। কিন্তু কোন কারণে দুই মাস ওই যুবকদের বেতন বন্ধ করে দেয়। বেতন না পেয়ে তাদের হাত টাকা নেই বলেই চলে। ফলে টাকার অভাবে বাড়ি ফিরতে না পেরে সমস্যায় পড়েছে। এই ঘটনার জানার পর পরিবারের লোকেদের কপালের চিন্তার ভাঁজ পড়েছে। পরিবারের পক্ষ থেকে পুলিশ প্রশাষনকে জানানোর হয়েছে।