নতুন গতি ডেস্ক, কলকাতা:আজ মাধ্যমিকের প্রথম পত্র ,বাংলা পরীক্ষা ছিলো।পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের প্রায় আধ ঘন্টা পরেই প্রশ্নপত্র আউট হয়ে যায়। কিজন্যই বা এরকম হলো তা এখন পর্যন্ত নিশ্চুপ রয়েছেন বোর্ডের অদিকারিকরা। তবে কোথা থেকেই বা এরকম হচ্ছে তার খতিয়ান এখনো মেলেনি তবে তদন্তের আশ্বাস দিয়েছেন।