|
---|
সেখ আজফার হোসেন, বাঁকুড়া : শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামল সাঁতরার সমর্থনে তারকাদের ভোট প্রচারে জনজোয়ার। এদিন বিকাল ৪ টায় বাঁকুড়ার ইন্দাস থানার সামনে থেকে সিনেমাতলা পর্যন্ত একটি রোড শোর আয়োজন করা হয়। প্রচারে উপস্থিত ছিলেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ও চিত্র তারকা নুসরাত জাহান,সোহম চক্রবর্তী, হিরণ , বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী , ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে ও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ রবিউল হোসেন প্রমুখ। গ্রামের মানুষ চিত্র তারকাদের কাছ থেকে দেখতে রাস্তার দুপাশে ভিড় জমায়। এদিনের প্রচারে এলাকার কয়েক হাজার মানুষ অংশ নেন।