|
---|
নতুন গতি ওয়েব ডেস্কঃ পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসায় যোগীর উত্তর প্রদেশ উত্তপ্ত হলো। সদ্য পঞ্চায়েত নির্বাচনের পরে বিজেপির পোস্টার বয় যোগীর উত্তরপ্রদেশে অবস্থা খুব খারাপ । বিরোধীদের অভিযোগ, এখনও পর্যন্ত যোগীর রাজ্যে ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন অন্তত ৬ জন। আহত হয়েছেন বহু রাজনৈতিক কর্মী।, ঘরছাড়া হয়েছেন বহু। ইতিমধ্যেই বিএসপি নেত্রী মায়াবতী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র কটাক্ষে বিঁধেছেন।
স্থানীয় সূত্রের দাবি, পঞ্চায়েত ভোটে বিজেপি ধাক্কা খেতেই উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর,দেওরিয়া, আজমগড়, জৈনপুরের মতো জায়গা। বহু জয়ি জনপ্রতিনিধি এবং তাঁদের আত্মীয়দের আক্রান্ত হতে হচ্ছে। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। উত্তরপ্রদেশ পুলিশ এখনও পর্যন্ত হিংসা ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করেছে ২ হাজার জনের বিরুদ্ধে। শুক্রবার পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৬২১ জনকে। আটক প্রায় ৬ হাজার। পুলিস সূত্রের খবর, প্রায় ৭ লক্ষ ২৮ হাজার আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। সার্বিকভাবে পরিস্থিতিতে খুবই উত্তপ্ত সেটা বলার অপেক্ষা রাখে না। এ নিয়ে ইতিমধ্যেই সরব হয়ছেন বিএসপি (BSP) সুপ্রিমো মায়াবতী। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তিনি অনুরোধ করেছেন, যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে।