|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- থ্যালাসেমিয়া ও মুমূর্ষ রুগীদের প্রাণ বাঁচাতে এবং ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে রক্তের অভাব দুর করতে ডায়মন্ড হারবার বিধান সভার পর্যবেক্ষক সামীম আহমেদ মোল্লার উদ্যোগে মাথুর ও নূরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস এর ব্যবস্থাপনায় মানখন্ড আপ্পু গার্ডেনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এখানে প্রায় শতাধিক পুরুষ ও মহিলা রক্তদান করেন।
এখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার, যাদবপুর ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস, ডায়মন্ড হারবার বিধান সভার পর্যবেক্ষক সামীম আহমেদ মোল্লা, ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন,যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন,১নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারী,শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,বিমলেন্দু বৈদ্য,ডলি কোয়াল, অরিন্দম ঘোষ,প্রবীর পাত্র,দেবদ্রত খাড়া,সহ জেলা পরিষদের সদস্য ও সদস্যা ও অন্যান্য নেতৃত্ব বৃন্দ।