|
---|
নিজস্ব প্রতিনিধি, সুতি : বর্ষা পড়তেই ফের সামশেরগঞ্জে গঙ্গা ভাঙন শুরু। মঙ্গলবার সকাল থেকেই গঙ্গা ভাঙনের কবলে পরে সামশেরগঞ্জের প্রতাপগঞ্জ এলাকা। এদিন প্রায় ১০০ মিটার জমি গঙ্গা গর্ভে তলিয়ে যায়। তলিয়ে যায় একটি ভাঙা দোকানও। বর্ষা পড়তেই গঙ্গা ভাঙন ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে সামশেরগঞ্জে। উল্লেখ্য, গতবছর প্রতাপগঞ্জ এলাকায় ভয়াবহ গঙ্গা ভাঙন পরিলক্ষিত হয়। ভাঙনের কবলে তলিয়ে যায় কয়েকশো বাড়ি ঘর, মন্দির সহ বহু সামগ্রী। বছর ঘুরতে না ঘুরতেই ফের একবার গঙ্গা ভাঙন ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জ জুড়ে।