|
---|
বাবলু হাসান লস্কর কুলতলী : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচির সুফল ও কুলতলী বিধানসভার বিধায়ক গনেশচন্দ্র মন্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাইশহাটা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দীর্ঘ ৪৭ বছর পর দীর্ঘদিন যাবত এসইউসিআই কমিউনিস্ট দলের শক্ত ঘাঁটি বাইশহাটা গ্রাম পঞ্চায়েত দখল নেয়। জয়নগর দুই ব্লকের কুলতলী বিধানসভার অধীনস্থ বাইশহাটা অঞ্চল তৃণমূল কংগ্রেস ২৪টি আসনে জয়লাভ করে, এসইউসিআই কমিউনিস্ট চারটি আসন দখল করে এবং নির্দল দুইটি আসনে জয়লাভ করে ৮ই আগষ্ট মঙ্গলবার ছিল গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। তৃণমূল কংগ্রেসের ২৪ জন প্রার্থী ও নির্দল দুইজন প্রার্থী মানসুরা গাজী কে প্রধান হিসেবে জয়লাভ করে ও উপপ্রধান নির্বাচিত হন বাবুলাল নাইয়া। এসইউসিআই কমিউনিস্ট দলের চারজন প্রার্থী অনুপস্থিত থাকেন।