সাধারণতন্ত্র দিবসে কম্বল বিতরণ কর্মসূচি মেদিনীপুরে

নিজস্ব সংবাদদাতা , মেদিনীপুর:দেশের গৌরবময় ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হেল্পিং হ‍্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ‍্যোগে , বিধান নগর স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় – একটি কম্বল দান কর্মসূচি অনুষ্ঠিত হয় । প্রায় ৪০ জন মানুষের হাতে কম্বল, মাস্ক এবং সাবান তুলে দেওয়া হয় সংস্হার পক্ষ থেকে। অনুষ্ঠানটি সফল করতে সক্রিয় সহযোগিতা সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিশিষ্ট সমাজসেবী এবং প্রাক্তন কাউন্সিলর শ্রীমতি মৌ রায়। সহযোগিতায় ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী আনন্দ গোপাল মাইতি প্রমুখ। সংস্হার পক্ষ থেকে ধন‍্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা জানানো হয় ক্লাব কর্তৃপক্ষকে – ক্লাবের মাঠে কার্যক্রমটি অনুষ্ঠিত করতে অনুমোদন করার জন্য।

    অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সংস্হার সভাপতি দিলীপ মান্না , সম্পাদিকা সুদীপ্তা দে , সহ সভাপতি রাজ‍্যশ্রী মন্ডল, কোষাধ্যক্ষ ষোড়শী সিংহ , নবাগত সদস্য রোহিত তাপাড়িয়া।

    বিশেষ সহযোগিতায় ছিলেন অরিন্দম ভৌমিক, বন্দনা অধিকারী , কল্পনা দাস এবং সংস্হার সকল সদস্য
    এবং সদস‍্যাগণ। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর করে পরিচালনা করেন সংস্হার ই প্রিয় সদস্য সুমন চ‍্যাটার্জী । মঞ্চে উপস্হিত অতিথিদের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা
    দেওয়া হয় । সম্পাদিকা সহ উপস্থিত অতিথিদের সংক্ষিপ্ত ভাষণের পরে মূল অনুষ্ঠান টি অর্থাৎ কম্বল , মাস্ক , স‍্যানিটাইজার সাবান বিতরণ কার্যক্রম শুরু হয়। এরপর সমাপ্তি বক্তব্য রাখেন সভাপতি দিলীপ মান্না । সকল সদস্য , সদস‍্যাগণের ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।