|
---|
সংবাদদাতা : হাওড়া জেলার কল্যাণপুর স্টার ক্লাব পরিচালিত উলুবেড়িয়ার প্রয়াত জনদরদী সাংসদ সুলতান আহমেদের স্মৃতির উদ্দেশ্যে ফরগুড নকআউট পাওয়ার বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল সম্প্রতি । এই নকআউট পাওয়ার বল খেলার মুহূর্তে মাঠে উপস্থিত ছিলেন সাংসদ সাজদা আহমেদ, বিধায়ক সুকান্ত পাল, কাউন্সিলার সেখ গোরা, সভাপতি সেখ শহিদুল, পঞ্চায়েত প্রধান সাদ্দাম হোসেন (বাণ্টি), বিশিষ্ট সমাজসেবী সেখ মিরাজ, আরেফুল ইসলাম প্রমুখ।