|
---|
নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলা জমিয়তে উলমায়ে হিন্দের আহ্বানে বর্ধমানের নবাবহাট সংলগ্ন ময়দানে সি এএ, এনআরসি, এনপিআর বিরুদ্ধে গণ অবস্থান ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে বৈকাল ৫ টা পর্যন্ত চলে অবস্থান – সমাবেশ চলে। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, জমিয়তে উলমায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ্ চৌধুরি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, জমিয়তের জেলা সভাপতি মাওলানা এমদাদুল্লাহ্ চৌধুরি, জমিয়তের নেতা মাওলানা মোহাম্মদ মহসিন প্রমুখ। জমিয়তের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ্ চৌধুরি শান্তি পূর্ণ প্রতিবাদ করার ওপর জোর দেন।
এবং আন্দোলনে হিংসার তীব্র নিন্দা করেন। তিনি মানুষকে আশ্বস্ত করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে এনআরসি হতে দেবেন না আপনারা নিশ্চিত থাকুন। বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা কাঞ্চন কাজী বলেন, সিএএ, এনআরসি, এন পি আর এর বিরুদ্ধে দেশে প্রথম গর্জে উঠেছেন দিদি। তিনিই দেশকে পথ দেখিয়েছেন। আজ তাঁর দেখানো পথে রাস্তায় নেমেছে সারা দেশ। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে এরাজ্যে এনআরসি চলবে না। শান্তিপূর্ণ প্রতিবাদ মঞ্চে অনুষ্ঠিত এই সভায় জেলার কর্মী সমর্থক যোগদান করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা জমিয়তে উলমায়ে হিন্দের সভাপতি মাওলানা এমদাদুল্লাহ্ চৌধুরি।