|
---|
সেখ সামসুদ্দিন,মেমারি : মেমারি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী স্বপন বিষয়ীর সমর্থনে পথসভা করা হয় নবপল্লী মোড়ে। সেখানে নেতৃত্ব মমতা ব্যানার্জীর উন্নয়নের প্রকল্প ও মেমারি শহরের উন্নয়নের কথা বলে স্বপন বিষয়ীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। এদিনের এই জনসভায় বক্তব্য রাখেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, মেমারি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা প্রার্থী স্বপন বিষয়ী, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহঃ ইসমাইল, পূর্ব বর্ধমান জেলা যুব নেতা শান্তনু কোনার, জেলা যুব সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ চক্র প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সন্দীপ পাল, শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ, মহাদেব টুডু, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, ব্লক যুব সহ সভাপতি সৌমিত্র চ্যাটার্জী, মেমারি শহর প্রাক্তন সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, প্রাক্তন সহ সভাপতি আশীষ ঘোষ দস্তিদার সহ অন্যান্য নেতৃত্ব। পথসভার সঞ্চালনা করেন জেলা আইটি সেলের প্রসূন দাস।