আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রক্তদান শিবিরের আয়োজন করে সমাজসেবী সংস্হা প্রত্যাশা- তোমার আমার সবার। এদিন ইলামবাজার লাইব্রেরী মাঠে মাতৃভাষা দিবসে মাতৃভাষা বিষয়ে এক আলোচনা চক্রেরও আয়োজন করা হয়। সংগঠনের সদস্য সহ পুরুষ মহিলা মিলিয়ে মোট ১০৭ জন রক্তদান করেন। এদিন রক্তদান শিবিরে উপস্হিত ছিলেন ইলামবাজারের বিডিও মহম্মদ জসিমুদ্দীন, ইলামবাজার থানার ওসি তন্ময় ঘোষ, পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মহম্মদ জাফারুল ইসলাম, সমাজকর্মী শিক্ষক তথা বীরভূম ভলেনটারি ব্লাড ডোর্নাস এ্যসোসিয়সনের সম্পাদক নুরুল হক, বীরভূম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ সহ অনান্য বিশিষ্ট জনেরা।

    সংগঠনের আয়োজক সমাজকর্মী শিক্ষক আব্দুল খালেক মল্লিক বলেন, ইলামবাজারের প্রত্যাশা- তোমার আমার সবার এবারে পঞ্চম বর্ষে পর্দাপন করলো। উল্লেখ্য, এই সংগঠনটি জেলাতে রক্তদান, শিক্ষা, সংস্কৃতি, ত্রান বিভিন্ন বিষয়ে কাজ করে থাকে সারা বছর ধরে। চার বছর আগে, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে এই সংগঠনটি প্রতাষ্ঠা হয়।