বিহারে বিরোধীদের মহাজোট চূড়ান্ত, কংগ্রেসের হাতে ৭০ আসন

বিহারে বিরোধীদের মহাজোট চূড়ান্ত, কংগ্রেসের হাতে ৭০ আসন

     

    নতুন গতি নিউজ ডেস্ক : ২৪৩ আসনের বিহার বিধানসভায় ১৪৪টি আসনে ভোটে লড়বে লালুপ্রসাদ যাদবের দল। কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে ৭০টি আসনে।

    অবশেষে জট কাটল। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধী শিবিরের মহাজোটের আসন রফা চূড়ান্ত হয়ে গেল। আরজেডি-র মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব শনিবার জানিয়ে দিলেন, আরজেডি নেতৃত্বাধীন মহাজোটের আসন রফা চূড়ান্ত করা হয়েছে।
    ২৪৩ আসনের বিহার বিধানসভায় ১৪৪টি আসনে ভোটে লড়বে লালুপ্রসাদ যাদবের দল। কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে ৭০টি আসনে। পাশাপাশি ৩টি বাম দলের জন্য় রাখা হয়েছে ২৯টি আসন। এর মধ্য়ে, সিপিআইএমএল-কে দেওয়া হয়েছে ১৯টি আসন, সিপিআই-কে দেওয়া হয়েছে ৬টি আসন, সিপিএম-কে দেওয়া হয়েছে ৪টি আসন। বর্তমানে ৮১টি আসন হাতে রয়েছে আরজেডি-র।
    মহাজোটের আসন বিন্য়াস ঘোষণার পর কংগ্রেসের তরফে বলা হয়েছে, ”আরজেডির নেতৃত্বে কংগ্রেস, আরজেডি, সিপিআই, সিপিএম, ও বিকাশশিল ইনসান পার্টি জোটে শরিক হবে। আমরা চাই তেজস্বী যাদবের নেতৃত্বে বিহার সমৃদ্ধ হোক”।

    উল্লেখ্য়, গত শুক্রবার আরেজডি নেতা তেজস্বীর সঙ্গে আসন বণ্টন নিয়ে বৈঠকে বসেন সিপিআই(এমএল) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ও বিহারে সে দলের সম্পাদক কুণাল। ২০টি আসনের দাবি জানিয়েছিল বামেরা। এর আগে, আরজেডি ১৫টি আসন দেওয়ার প্রস্তাব দিয়েছিল।
    প্রসঙ্গত, করোনা আবহে বিহারে তিন দফায় বিধানসভা নির্বাচন সম্পন্ন হবে। আগামী ২৮ অক্টোবর, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর ভোটগ্রহণ চলবে। বিহারে ভোটের ফল ঘোষণা আগামী ১০ নভেম্বর।